পঞ্চগড়ে তাপমাত্রা ৬ দশমিক ৫ ডিগ্রি

0
32
পঞ্চগড়ে তাপমাত্রা ৬ দশমিক ৫ ডিগ্রি
পঞ্চগড়ে তাপমাত্রা ৬ দশমিক ৫ ডিগ্রি

পঞ্চগড়ে শনিবার সকাল ৯টায় সর্বনিম্ন ৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। শুক্রবারও পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

গত বুধবার থেকে সর্বনিম্ন তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ওঠানামা করছে।

টানা ১৭ দিন ধরে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহের কারণে হাড় কাঁপানো শীত অনুভূত হচ্ছে পঞ্চগড়ে। স্থবিরতা দেখা দিয়েছে জনজীবনে।

প্রতিদিনের মত শনিবার সকাল ৮টার পর সূর্যের আলোর দেখা মিললেও হিমশীতল বাতাসের কারণে কনকনে শীত অনুভূত হচ্ছে। এতে ছিন্নমূল, খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ বলেন, শনিবার সকাল ৯টায় সর্বনিম্ন ৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। শুক্রবারও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। চারদিন ধরেই সর্বনিম্ন তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ওঠানামা করছে।