টুইটারে কর্মী ছাঁটাই

0
77
টুইটারে কর্মী ছাঁটাই
টুইটারে কর্মী ছাঁটাই

মালিকানা হস্তান্তরের আগেই টুইটারে কর্মী ছাঁটাই শুরু হয়েছে। ইতোমধ্যে ২ জন জ্যেষ্ঠ নির্বাহীকে চাকরিচ্যুত করার তথ্য নিশ্চিত করেছে মাইক্রো ব্লগিং সাইট টুইটার। বিশেষজ্ঞরা মনে করছেন মালিকানা পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে একাধিক বিষয়ে পরিবর্তন হতে পারে।

বৃহস্পতিবার (১২ মে) টুইটারের এক মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বলেন, প্রতিষ্ঠানের হেড অব প্রডাক্টস ব্রুস ফাল্কের পাশাপাশি কোম্পানির গবেষণা, নকশা ও প্রকৌশলবিষয়ক মহাব্যবস্থাপক কেভন বেকপুর চাকরি থেকে বিদায় নিচ্ছেন। তবে কেভন বলেন, সান ফ্রান্সিসকোভিত্তিক প্রযুক্তি কোম্পানিটি তাকে বরখাস্ত করেছে।

টুইটার পোস্টে কেভন বলেন, সত্য হলো, যা বলা হয়েছে, তা ঠিক নয়। আমি কখনো টুইটার ছেড়ে যাওয়ার কথা ভাবিনি। এটি আমার সিদ্ধান্ত নয়।

কেভন পিতৃত্বকালীন ছুটিতে ছিলেন। এ অবস্থায় তিনি চাকরি হারানোর কথা জানেন। কেভন বলেন, টুইটারপ্রধান পরাগ আগারওয়াল তাকে চাকরি ছেড়ে দিতে বলেছেন। জানিয়েছেন, তিনি টুইটারকে ভিন্নভাবে চালাতে চান।