আজ সত্যজিৎ রায়ের ১০৩ তম জন্মজয়ন্তী

0
6
সত্যজিৎ রায়
সত্যজিৎ রায়ের ১০৩ তম জন্মজয়ন্তী

বাংলা সিনেমার নবজন্মদাতা সত্যজিৎ রায়। আজ তার জন্মদিন। ১৯২১ সালের ২ মে তিনি জন্মগ্রহন করেন।সত্যজিৎ-এর পিতা ছিলেন সুকুমার রায় চৌধুরী। তার মায়ের নাম সুপ্রভা রায়। সত্যজিৎের পরিবারের আদি নিবাস ছিল বাংলাদেশে।

চলচ্চিত্র নির্মানের পাশাপাশি লেখক, চিত্রনাট্যকার, সঙ্গীত পরিচালক এবং শিল্প নির্দেশক হিসেবেও তিনি খ্যাতি অর্জন করেছেন।

বাংলা সাহিত্যের এক ক্লাসিক রচনা বিভূতিভূষণের ‘পথের পাঁচালী’ দিয়ে শুরু করেছিলেন। এরপর সত্যজিৎ রায় ‘জলসাগর’, ‘মহাসাগর’, ‘অপরাজিতা’, ‘পরস পাথর’, ‘অপুর সংসার’, ‘চারুলতা’-এর মতো বহু বাংলা ও হিন্দি ছবি তৈরি করেন। ৪০ বছরের চলচ্চিত্র ক্যারিয়ারে ৩৬টি চলচ্চিত্র পরিচালনা করেছিলেন সত্যজিৎ রায়, যার মধ্যে ফিচার ফিল্ম, ডকুমেন্টারি এবং শর্ট ফিল্ম রয়েছে।

সত্যজিৎ রায় ৩৬টি জাতীয় পুরস্কার জিতেছিলেন, যার মধ্যে ৬টি সেরা পরিচালকের জন্য এবং ৩০টি সেরা ফিচার ফিল্মের জন্য ছিল।

জীবনের শেষ ছবি ‘আগন্তুক’ তিনি বানিয়েছিলেন শারীরিক অসুস্থতা নিয়ে। ১৯৯২ সালের ২৩ এপ্রিল এই মহান চলচ্চিত্রকার মৃত্যুবরণ করেন।