আজ চুয়াডাঙ্গায় সর্বোচ্চ ৪৩.৭ ডিগ্রি তাপমাত্রা

0
39
চুয়াডাঙ্গায়
আজ চুয়াডাঙ্গায় সর্বোচ্চ ৪৩.৭ ডিগ্রি তাপমাত্রা

সারাদেশে চলমান তাপপ্রবাহে হাঁসফাঁস জনজীবন। চলতি মৌসুমে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড করেছে দক্ষিণ-পশ্চিমের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গা। ৪৩ দশমিক ৭ ডিগ্রি তাপমাত্রায় পুড়ছে জেলাটি। যা ৩৬ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড জেলাটিতে।

আজ বুধবার (৩০ এপ্রিল) বিকেল ৩টায় এ তাপমাত্রা রেকর্ড করে আবহাওয়া অফিস।

গতকাল চুয়াডাঙ্গায় তাপমাত্রার রেকর্ড করা হয়েছিল ৪৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

তীব্র তাপপ্রবাহের কারণে নিম্ন আয়ের খেঁটে খাওয়া মানুষরা পরেছে বিপাকে। রোদের প্রখর তাপে নষ্ট হচ্ছে আম, লিচু, ধানসহ বিভিন্ন ফল-ফসল।