টুইটারে ৩৭০০ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা মাস্কের

0
29
এবার সিইও পদ ছাড়তে রাজি ইলন মাস্ক
এবার সিইও পদ ছাড়তে রাজি ইলন মাস্ক

টুইটারে প্রায় ৩,৭০০ জনকে ছাঁটাই করতে পারেন ইলন মাস্ক। ব্লুমবার্গের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে আরো বলা হয়, কর্মপদ্ধতিতে পরিবর্তন আসবে।

প্রতিষ্ঠাটির কর্মীরা আগে ‘এনিহ্যোয়ার পলিসি’ বা যেখান থেকে খুশি কাজ করতে পারতেন। বর্তমানে মাস্ক তা পরিবর্তন করতে চান। যদি তাই হয়, তবে কর্মীদের অফিসে এসে কাজ করতে হবে। পরিবর্তিত নিয়মে ব্যতিক্রম কিছুও থাকতে পারে।

তারপরও কর্মীদের সপ্তাহে প্রতিদিন অফিসে আসতে হবে। সেই সঙ্গে কাজ করতে হবে দিনে ১২ ঘণ্টা। যদিও এর জন্য কর্মীরা অতিরিক্ত অর্থ পাবেন কি না তার আশ্বাস দেননি ইলন।

মাস্কের এই পরিকল্পনা সম্পর্কে জানতে রয়টার্স টুইটারের সঙ্গে যোগাযোগ করলেও প্রতিষ্ঠাটি থেকে তাৎক্ষণিক সাড়া পাওয়া যায়নি।

সূত্র : রয়টার্স