বৈশাখ উপলক্ষে র‍্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ উদ্ধোধন

0
5
বৈশাখ উপলক্ষ
বৈশাখ উপলক্ষে র‍্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ উদ্ধোধন

বাংলা নববর্ষ ১৪৩২, পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে সকাল ৮টায় মুকসুদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামের সামনে মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার ও পহেলা বৈশাখ উদযাপন কমিটির আহবায়ক তাসনিম আক্তার বৈশাখী র‍্যা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ উদ্ধোধন ঘোষনা করেন।

জাতীয় সংগীত ও এসো হে বৈশাখ গানের মধ্য দিয়ে পহেলা বৈশাখের কার্যত্রুম শুরু হয়।

এরপর উপজেলা পরিষদ চত্বর হতে একটি আনন্দ শোভাযাত্রা বাহির হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ অডিটরিয়ামে মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তার সভাপতিত্বে এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সায়াদ উদ্দিন আহম্মেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ গোলাম মোস্তফা ও মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ মো: মোস্তফা কামাল প্রমূখ।

উপজেলা শিল্পকলা একাডেমীর সদস্য সচিব মোস্তাফিজুর রহমান সেলিমের পরিচালনায় মুকসুদপুর উপজেলা শিল্পকলা একাডেমীর শিল্পীরা সংগীত ও নৃত্য পরিবেশন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.