হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এমিরেটস এয়ারলাইন্সে কোভ্যাক্সের আওতায় যুক্তরাষ্ট্রের মডার্নার ১২ লাখ টিকা দেশে এসে পৌঁছেছে শুক্রবার (২ জুলাই) রাত ১১টা ২০ মিনিটে।
শুক্রবার (২ জুলাই) রাতে স্বাস্থ্যমন্ত্রীর সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান এ তথ্য জানান।
২০ লাখ সিনোফার্মের টিকার চালান এখন ঢাকার পথে। চীন থেকে বাণিজ্যিকভাবে কেনা ২০ লাখ টিকার প্রথম চালান আসছে।
শনিবার ২0 লাখ ডোজ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।