কাল শুক্রবার রাত ১১টা ২০ মিনিটে আসছে প্রথম ডোজের প্রায় ১২ লাখ টিকা। দ্বিতীয় চালান আসবে শনিবার সকালে। অবশিষ্ট ১৩ লাখ শনিবার।
বৃহস্পতিবার (১ জুলাই) দুপুরে তথ্যটি নিশ্চিত করেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক। মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান এ তথ্য জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, পরদিন ৩ জুন রাত সাড়ে ৮ টায় মডার্নার ১৩ লাখ টিকা এবং ভোর ৫ টায় সিনোফার্মের আরও ৯ লাখ টিকা আসবে। দুটি মিলে মোট ৪৫ লাখ টিকা আমরা পেয়ে যাবো। এরপরেই আমরা টিকার কার্যক্রম শুরু করতে পারব।
মডার্নার এ টিকা গ্রহণ করতে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বিমানবন্দরে উপস্থিত থাকবেন।