রমজানের আকাশে ব্যতিক্রমী চাঁদ

0
25
রমজানের আকাশে ব্যতিক্রমী চাঁদ
রমজানের আকাশে ব্যতিক্রমী চাঁদ

রমজানের আকাশে দেখা মিলেছে ব্যতিক্রমী চাঁদ। সাধারণত চাঁদের ওপরে তারা দেখা যায়। কিন্তু প্রথম রমজানে চাঁদের নিচে তারা দেখা গেছে।

শুক্রবার (২৪ মার্চ) সন্ধ্যার পর থেকে চাঁদ-তারার এমন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

লেখক রাইসুল আলম জন ‘ইফতার ও নামাজ শেষ করে ছয় তালা থেকে নামার সময় তার ছোট ভাইকে চাঁদ দেখিয়ে বলে দেখো আকাশে আজ কেমন ব্যতিক্রমী চাঁদ। আমি এর আগে কখনো এমনটা দেখিনি।

এটি দেখতে অনেকটা আরবি হরফ ب (বা) এর মতো। চাঁদ ও তারা।’

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) কলা অনুষদের ডিন ও বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. তুহিন ওয়াদুদ তার ফেসবুক ওয়ালে লিখেছেন,‘প্রিয়ার গলায় ঝুলে থাক চন্দ্রহার, ঝুলে থাক নক্ষত্র-লকেট।’