‘বেশরম রং’ এবং ‘ঝুমে জো পাঠান’

0
70
‘বেশরম রং’ এবং ‘ঝুমে জো পাঠান’
‘বেশরম রং’ এবং ‘ঝুমে জো পাঠান’

৪ বছর পর শাহরুখ খান বড় পর্দায় আসছেন এ নিয়ে ছিল শাহরুখ প্রেমীদের মনে আনন্দের উচ্ছ্বাস। ‘পাঠান’ ছবির ট্রেলার মুক্তির পর থেকে ঝর উঠে নেট দুনিয়ায়। কিন্তু ছবির ‘বেশরম রং’ গানটি মুক্তির সাথে সাথেই শুরু হয় আলোচনা সমালোচনা।

ছবিটি বয়কট করার বিষয়েও আঙুল তোলে কিছু শাহরুখ ভক্ত। কিন্তু গান নিয়ে কোনও সমস্যা না হলেও সমস্যা হয় নাচের দৃশ্যে। অভিনেত্রীর পোশাকে।

আবেদনময়ী ভঙ্গিতে গেরুয়া রঙের মনোকিনি পোশাক পরে নাচ করেছেন বলে বিতর্কে জড়িয়েছিলেন দীপিকা পাড়ুকোন। কিন্তু বয়কট এবং বিতর্ক পার করেও প্রতি দিন নজির গড়ে চলেছে ‘পাঠান’।

যে গানটি বয়কটের প্রশ্ন উঠেছিল তা এখন লোকের মুখে মুখে। শিল্পা রাওয়ের কণ্ঠে ‘বেশরম রং’ গানটি ছবিতে বেশ সুন্দর ব্যবহার করা হয়েছে। ‘বেশরম রং’ গানটির সঙ্গীত পরিচালনার দায়িত্বে ছিলেন বিশাল-শেখর। তবে, এই গানের কথা লিখেছেন কুমার।

এই গান কোরিয়োগ্রাফের দায়িত্বে ছিলেন বৈভবী মার্চেন্ট। ‘বেশরম রং’ গানের প্রথম দু’কলি স্প্যানিশ ভাষায় গাওয়া। ছবির প্রয়োজনেই এই ভাষা গানটিতে ব্যবহার করা হয়েছে। স্প্যানিশ ভাষায় গানের ওইটুকু অংশ গেয়েছেন ক্যারালিসা মন্তেয়িরো।