বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

0
44
বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত
বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের মহিষতুলি সীমান্তের কাছে বিএসএফের গুলিতে দুজন বাংলাদেশি নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

বুধবার ভোরে আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের মহিষতুলি সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন— আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের মহিষতুলি গ্রামের সাদেক আলীর ছেলে আয়নাল হক (২৮) ও একই গ্রামের সনোয়ার মিয়ার ছেলে ওয়াজকুরুনী (৩০)। আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী সাংবাদিকদের নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্টরা জানান, বুধবার ভোরে উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের মহিষতুলি সীমান্ত দিয়ে ভারতীয়দের সহযোগিতায় গরু নিয়ে ফিরছিলেন বাংলাদেশি কয়েকজন চোরাকারবারি। এ সময় সীমান্তের ৯২১ মেইন পিলারের অধীন ৬নং নম্বর সাব-পিলার এলাকায় পৌঁছলে ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার সিতাই থানার কৈমারী বিএসএফ ক্যাম্পের টহল দলের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালান।

এতে ভারতের অভ্যন্তরেই গুলিবিদ্ধ হয়ে মারা যান গরু পারাপারকারী বাংলাদেশি আয়নাল হক ও ওয়াজকুরুনী। পরে তাদের সঙ্গীরা টেনেহিঁচড়ে লাশ বাংলাদেশে নিয়ে আসেন। এ ঘটনায় বিজিবির কোনো বক্তব্য পাওয়া যায়নি।

তবে আদিতমারী থানার ওসি মোক্তারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।