বাতাসের কারণে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল বন্ধ

0
30
বাতাসের কারণে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল বন্ধ
বাতাসের কারণে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল বন্ধ

বৃহস্পতিবার (২৯ জুলাই) দুপুর ১২টা থেকে বাতাসের কারণে পদ্মা নদী উত্তাল থাকায় শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক বাণিজ্য বিআইডব্লিউটিসি কর্মকর্তা ফয়সাল আহম্মেদ বিষয়টি নিশ্চত করেন।

তিনি বলেন, বাতাসের কারণে যে পর্যন্ত নদী উত্তাল থাকবে, সেই পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকবে। ফেরি বন্ধ থাকায় এখন পর্যন্ত ঘাটে ১০০ থেকে ১৫০টি যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে বলেও জানান তিনি।