ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ফেরি চলাচল বন্ধ রয়েছে। ফেরি চলাচল বন্ধ হওয়াতে মাঝ নদীতে তিনটি ফেরি আটকে রয়েছে বলে নিশ্চিত করেছেন বিআইডাব্লিউটিসি।
বিআইডাব্লিউটিসি আরিচা অঞ্চলের ম্যানেজার আব্দুস সালাম জানিয়েছে, মধ্যরাতের পর থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে কুয়াশা পড়তে থাকে। কুয়াশার তীব্রতা বেড়ে যাওয়ায় গত রাত ১টায় বন্ধ রাখা হয় ফেরি চলাচল। এ সময় মাঝ নদীতে আটকে পড়েছে তিনটি ফেরি।
ফেরি পরাপার বন্ধ থাকায় পাটুরিয়া ঘাটে ছোট বড় সব মিলে দেড় শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসির এই কর্মকর্তা।
তিনি আরো জানান, ঘন কুয়াশায় ফেরি চলাচল বন্ধ থাকলেও পাটুরিয়া ঘাটে যানবাহনের চাপ নেই। ১৬টি ফেরির মধ্যে ১১টি ফেরি প্রস্তুত রাখা হয়েছে যানবাহন পারাপারের জন্য।
এদিকে ঘন কুয়াশার কারণে আরিচা-কাজিরহাট নো রুটেও মাঝরাত থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে।