ইন্দোনেশিয়ায় ৬.২ মাত্রার ভূমিকম্প

0
29
ইকুয়েডরে ৬.৮ মাত্রার ভূমিকম্প
ইকুয়েডরে ৬.৮ মাত্রার ভূমিকম্প

ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রায় ৬.২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।

আচেহ প্রদেশের সিংকিল শহর থেকে ৪৮ কিলোমিটার দক্ষিণ- দক্ষিণপূর্ব দিকে ভূমিকম্পটির উৎপত্তিস্থল। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এ তথ্য জানিয়েছে।

স্থানীয় সময় সকাল সাড়ে ৬টার দিকে ভূমিকম্পটি অনুভূত হয়। তবে এতে তাৎক্ষণিকভাবে প্রাণহানি বা বড় ধরনের কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। কোনও ধরনের সুনামি সতর্কতাও জারি করা হয়নি।

ইউরোপিয়ান-মেডিটেরিনিয়ান সিমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৮০ কিলোমিটার বা ৪৯ দশমিক ৭০ মাইল গভীরে ছিল।

ইউএসজিএস ভূমিকম্পটির মাত্রা ৬ বলে উল্লেখ করলেও ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু ও ভূপদার্থবিষয়ক সংস্থা (বিএমকেজি) বলছে, ভূমিকম্পটির মাত্রা ৬ দশমিক ২ ছিল।

আর ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্পবিষয়ক কেন্দ্র (ইএমএসসি) বলছে, ভূমিকম্পটি সুমাত্রার মেদান শহরেও অনুভূত হয়েছে। কেন্দ্রস্থল থেকে এর অবস্থান প্রায় ১২০ কিলোমিটার উত্তর-উত্তরপূর্ব দিকে।