‘আলোকিত নারী সম্মাননা’ পেলেন ৩০ জন প্রতিষ্ঠিত নারী

0
139
‘আলোকিত নারী সম্মাননা' পেলেন ৩০ জন প্রতিষ্ঠিত নারী
‘আলোকিত নারী সম্মাননা' পেলেন ৩০ জন প্রতিষ্ঠিত নারী‘আলোকিত নারী সম্মাননা' পেলেন ৩০ জন প্রতিষ্ঠিত নারী

এ বছরের ‘আলোকিত নারী সম্মাননা স্মারক-২০২৩’ পেলেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরীসহ বিভিন্ন পেশায় নিয়োজিত ৩০ জন প্রতিষ্ঠিত নারী।

অনুষ্ঠানে সমতার সাথে নারীরা এখন কাজ করছে। অবদান রাখছে ঘরে-বাইরে ও দেশের অগ্রগতিতে। বলেছেন রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন, এম পি।

শুক্রবার (৩ মার্চ) ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী অডিটরিয়ামে আলোকিত নারী কল্যাণ ফাউন্ডেশন আয়োজিত ‘আলোকিত নারী সম্মাননা স্মারক-২০২৩’ প্রদান করা হয়।

অনুষ্ঠানের উদ্বোধক মেহের আফরোজ চুমকি বলেন-নারী নেতৃত্ব সমাজে প্রতিষ্ঠিত হয়েছে, তবে নারী পুরুষের সমতা এখনও প্রতিষ্ঠিত হয়নি।  আলোকিত নারী কল্যাণ ফাউন্ডেশন ‘সমতার পথে নারীর যাত্রা’ শ্লোগান নিয়ে কাজ করছে। এই সময়ে নারীর মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার জন্য এটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। সমাজের সর্বস্তরে নারীর মর্যাদা প্রতিষ্ঠিত হলেই নারী পুরুষের সমতা আসবে। আলোকিত নারী কল্যাণ ফাউন্ডেশন এর উদ্যোগ ও প্রচেষ্টা সফল হোক।

আলোকিত নারী সম্মাননা স্মারক- ২০২৩ পেয়েছেন- অভিনেত্রী মেহজাবীন চৌধুরী, ডিজিটাল কনটেন্ট  ক্রিয়েটর শামস আফরোজ চৌধুরী, উপস্থাপক ও নৃত্যশিল্পী বারিশ হক, কণ্ঠশিল্পী আতিয়া আনিসা, সংবাদ পাঠক তানজিয়া যুঁথি, সোশ্যাল ইনফ্লুয়েন্সার তাহসীন, মডেল ও কোরিওগ্রাফার বুলবুল টুম্পা, মডেল সৈয়দ রুমা, চলচ্চিত্র নির্মাতা নানজীবা খান, এটিএন বাংলার অনুষ্ঠান ব্যবস্থাপক শম্পা মাহমুদ, দৈনিক আমাদের সময় এর সাংবাদিক লাবণ্য লিপি, নেক্সাস টেলিভিশন এর প্রযোজক শারমিন দীপ্তি, অনুষ্ঠান প্রযোজক নাহীন শফিক, সংবাদ উপস্থাপক ঈশিকা আজিজ, রন্ধন শিল্পী হাসিনা আনছার, শিউলি খান, নীপা রাজ্জাক, নৃত্য শিল্পী ইফফাত আরা তিথি নিঝুম, নারী উদ্যোক্তা আক্তারি বেগম সীমা, শারমিন আক্তার মুন, সমাজ সেবায় লায়ন নাওজাত সারওয়ার ইসলাম।

সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য সম্মাননা পেয়েছেন- ফেরদৌসী বেগম গীতালি, জিনাত জাকিয়া তুর রায়হান মলি, আলোকিত নারী কল্যাণ ফাউন্ডেশনের কাজে বিশেষ অবদানের জন্য আলেয়া জামান, মমতাজ হারবাল প্রোডাক্টস, সৈয়দা শামসুন্নেছা লিপি ইসলাম, শাহনাজ পারভীন, অলিলা গ্রুপের চেয়ারম্যান হাসিনা নাহীদ ইভা

‘সমতার পথে নারীর যাত্রা’ প্রতিপাদ্যে অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ এর সভাপতি ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী মেহের আফরোজ চুমকি, এম পি।

বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সদস্য জাকিয়া পারভীন খানম মনি, ইউনিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নূর আলী, অলিলা গ্রুপের চেয়ারম্যান হাসিনা নাহীদ ইভা, সমাজ সেবক লায়ন্স কল্পনা রাজিউদ্দীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলোকিত নারী কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি শারমিন সেলিম তুলি।