আজ প্রথম পর্বের আখেরি মোনাজাত

0
37
আজ প্রথম পর্বের আখেরি মোনাজাত
আজ প্রথম পর্বের আখেরি মোনাজাত

আজ কানায় কানায় পরিপূর্ন ইজতেমা ময়দান। টঙ্গী তুরাগ নদের তীরে ১৬০একর জায়গা বিস্তৃত ইজতেমা ময়দান। আজ আখেরি মোনজাতের মধ্য দিয়ে শেষ হবে ইজতেমার প্রথম পর্ব।

বাদ ফজর মাওলানা রবিউলের বয়ান শুরু হয়েছে। বয়ানের সাথে সাথে বাংলায় তর্জমা করা হচ্ছে। মোনাজাত পরিচালনা করবেন মাওলানা যোবায়ের আহমেদ। আখেরি মোনাজাত উপলক্ষে টঙ্গী ও আশপাশ এলাকার লাখ লাখ মুসল্লি ময়দানমুখী।

বেলা বাড়ার সাথে সাথে মুসল্লির স্রোত ময়দানের দিকে। মুসল্লিরা বাস, ট্রাক, ট্রেনসহ বিভিন্ন যানবাহনে করে কিংবা পায়ে হেঁটে মুসল্লিরা ইজতেমা মাঠের দিকে ছুটেছেন আখেরী মোনাজাতে অংশ নিতে। টুপি পাঞ্জাবি পড়া চারদিকে মানুষ আর মানুষ।

আখেরি মোনাজাতে শরিক হতে ময়দানের বাইরে প্রায় এক কিলোমিটার রাস্তা ও আশাপাশ এলাকায় বসে পড়েছেন। ইজতেমা ময়দান ও ময়দানের চারপাশে জনসুমদ্রে পরিণত হয়েছে। মানুষের এই চাপ আখেরি মোনাজাত শেষে হয়তো কমবে।