
বাগানে আম কুড়াতে গিয়ে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বজ্রপাতে দুই নারীসহ তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে উপজেলার চককীর্তি ইউনিয়নের আঁখিরা গ্রামের আমনগাড়ী বাগান ও মনাকষা সাত রশিয়া এলাকায় পৃথক এই বজ্রপাতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চককীর্তি ইউনিয়নের আঁখিরা গ্রামের খাইরুল ইসলামের স্ত্রী মেরিনা বেগম (৪০), একই গ্রামের মৃত জয়নালের ছেলে খাইরুল ইসলাম (৪৮) ও মনাকষা সাতরশিয়া গ্রামের এরফান আলীর স্ত্রী সেমিয়ারা বেগম (৪০)।
চককীর্তি ইউপি সদস্য শামীম রেজা জানান, সকালে হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এ সময় মেরিনা ও প্রতিবেশী খাইরুল ইসলাম বাড়ির পাশে বাগানে আম কুড়াতে যান। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। বজ্রপাতে নিহত মেরিনা বেগম গৃহিনী এবং খাইরুল ইসলাম পেশায় কৃষক।