আজ ২৯শে ফেব্রুয়ারি লিপ ইয়ার

0
21
২৯শে ফেব্রুয়ারি
আজ ২৯শে ফেব্রুয়ারি লিপ ইয়ার

আজ ২৯শে ফেব্রুয়ারি লিপ ইয়ার। প্রতি চার বছর পর পর পৃথিবীতে লিপ ইয়ার আসে। বাংলায় এটিকে অধিবর্ষ বলা হয়ে থাকে। আর আজকের দিনটিকে ‘লিপ ডে’ বলা হয়ে থাকে।

কীভাবে লিপ ইয়ার এলো? কেন এলো? আর ফেব্রুয়ারিতেই কেন এই লিপ ইয়ার? এই দিনটিকে ঘিরে সকলের নানান প্রশ্ন আর কৌতূহল।

তাহলে এখন বিস্তারিত আলোচনা করি। খুব সহজ করে যদি বলা হয়, প্রতি চার বছর পর পর ফেব্রুয়ারি মাস  ২৯ দিনে হয়। আর এটাকেই বলা হয় লিপ ইয়ার। তবে লিপ ইয়ার নিয়ে আছে নানান ঘটনা।

ধারণা করা হয়ে থাকে, রোমান শাসক জুলিয়াস সিজারের কাছ থেকে লিপ ইয়ারের উদ্ভব হয়। তিনি ক্ষমতায় আসার পূর্বে ৩৫৫ দিনে বছর গণনার রীতি ছিল। আর এটাকেই সকলে ক্যালেন্ডার হিসাবে মেনে নিয়েছিল। এই ক্যালেন্ডারে বিভিন্ন উৎসব পালন করার সুবিধার্থে প্রতি দুই বছর পরপর একটা অতিরিক্ত ২২ অথবা ২৩ দিনের মাস যু্ক্ত করা হতো।

জুলিয়াস সিজার এই নিয়মটিকে সহজ করার জন্য জ্যোতির্বিজ্ঞানী সোসিজেনেসের মাধ্যমে জুলিয়ান বর্ষপঞ্জি বের করেন। আর এতে বিভিন্ন মাসে দিন যোগ করে ৩৬৫ দিনে বছরের হিসেব চালু করা হয়। আর এভাবেই ফেব্রুয়ারি মাসে লিপ ইয়ারের জন্ম নেয়।