
নরসিংদী রায়পুরা উপজেলা শ্রীনিধি রেলওয়ে স্টেশনে ভোগান্তির শেষ নেই। এ যেন শুধুমাত্র নামেই ট্রেন ষ্টেশন। যেখানে ষ্টেশন মাস্টার নেই, টিকেট কাউন্টার নেই, যাত্রীদের বসার জন্য কোন আসন নেই, ভালো কোন ট্রেন নেই।

এই স্টেশন থেকে ঢাকার দূরত্ব ৬৬.৭ কি:মি:প্রায়। এই ষ্টেশন থেকে প্রতিদিন প্রায় দুই শতাধিক যাত্রী উঠানামা করে। যারা প্রত্যেকেই নানা কাজে ঢাকায় বিভিন্ন স্থানে চলাফেরা করে। তাদের মধ্যে রয়েছে চাকুরিজীবী, শ্রমিক, ছাত্র-ছাত্রী, নানা পেশার মানুষ।
এই স্টেশনে সকাল সন্ধ্যা দুটি ট্রেন যাতায়াত করে। ঢাকা-আখাউড়া-ঢাকা রুটে তিতাস কমিউটার ও ঢাকা- চট্টগ্রাম- ঢাকা রুটে কর্ণফুলী এক্সপ্রেস নামে দুটি ট্রেন যাতায়াত করে। রায়পুরা উপজেলার প্রায় ১০ থেকে ১৫ টি গ্রামের যাত্রীরা এই স্টেশনে সকাল সন্ধ্যায় যাতায়াত করে। ভালো কোন ট্রেন না থাকায় যাত্রীদের ভোগান্তির কোন শেষ নাই।
স্টেশনের যাত্রী ও এলাকাবাসীদের সাথে কথা বলে জানা যায়, স্টেশন মাষ্টার না থাকার কারণে ট্রেন আসা যাওয়া কোন তথ্য পাওয়া যায় না। ট্রেনে শিট পাওয়া যায় না। নরসিংদী থেকে ঢাকা প্রায় ২ ঘণ্টার মতো দাঁড়িয়ে আসতে হয়।
বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন অতিসত্বর যেন এই দুর্ভোগ দূরীকরণের জন্য কাজ করেন।
আল মুজাহিদ বিদ্যুৎ


