র‌্যাংকিংয়ে ২ নম্বরে ফিরলেন ওসাকা

0
30
নাওমি ওসাকা

অস্ট্রেলিয়ান ওপেন বিজয়ীয় জাপানিজ তারকা নাওমি ওসাকা ডব্লিউটিএ র‌্যাংকিংয়ের দ্বিতীয় স্থানে ফিরে এসেছেন।

ওসাকার কাছে পরাজিত হয়ে অস্ট্রেলিয়ান ওপেনে রানার্স-আপ হওয়ায় যুক্তরাষ্ট্রের ২৫ বছর বয়সী জেনিফার বার্ডি ১১ ধাপ উপরে উঠে র‌্যাংকিংয়ের ১৩তম স্থান নিশ্চিত করে প্রথমবারের মত শীর্ষ ২০-এ জায়গা করে নিয়েছেন।

করোনা মহামারীর কারণে গত বছরের ফলাফল র‌্যাংকিংকে যাতে প্রভাবিত করতে না পারে সে কারণে ডব্লিউটিএ ২০১৯ সালের মার্চ থেকে সেরা ১৬টি টুর্নামেন্টের পারফরমেন্সের ভিত্তিতে প্রতিটি খেলোয়াড়ের র‌্যাংকিং নির্নয় করেছে।

সেরেনা উইলিয়ামস চার ধাপ উপরে উঠে ১১ থেকে ৭-এ উঠে এসেছেন। উইলিয়ামসের কাছে অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে পরাজিত সিমোনা হালেপ দুই থেকে তিন নম্বরে নেমে গেছেন।