মুকসুদপুরে মডেল মাদ্রাসা থেকে বোরখা পড়া যুবক আটক

0
9
মুকসুদপুর
মুকসুদপুরে মডেল মাদ্রাসা থেকে বোরখা পড়া যুবক আটক

গোপালগঞ্জের মুকসুদপুরে মাদ্রাসা থেকে বোরখা পড়া এক যুবকে আটক করেছে মাদ্রাসা শিক্ষক ও স্থানীয় জনগণ উপজেলার খোন্দকারকান্দি গ্রামের হাবিব শেক (২২) বোরখা পরিহিত অবস্থায় চাকু -ঔষুধ নিয়ে লোহাচুড়া গ্রামের মুকসুদপুর মডেল মহিলা ফাজিল মাদ্রাসায় প্রবেশ করে।

সংবাদ পেয়ে মুকসুদপুর থানা এস,আই আজাদ সংগীয় ফোর্স নিয়ে তাকে আটক করে মুকসুদপুর
থানায় নিয়ে আসেন।

লোহাচূড়া মুকসুদপুর মডেল মহিলা ফাজিল মাদ্রাসায় জুনিয়র মৌলভী কাজী আব্দুল কাদের জানান, উপজেলার খোন্দকারকান্দি গ্রামের শুকুর আলী শেখের ছেলে ও খন্দকারকান্দি ঈদগাহ কওমি মাদ্রাসার শিক্ষক হাবিব শেখ বোরখা পরিধান করে ২১ জানুয়ারী বেলা ১১টার সময় লোহাচূড়া মুকসুদপুর মডেল মহিলা ফাজিল মাদ্রাসায় ভিতরে প্রবেশ করে দাখিল পরীক্ষার্থী হালিমা খানমের সঙ্গে দেখা করার চেষ্টা করে। হালিমা খানম টুকু শেখের কন্যা এবং একই গ্রামের বাসিন্দা।

ঘটনাটি শিক্ষকদের সন্দেহ হলে তাৎক্ষণিক ভাবে হাবিব শেখকে আটক করেন। পরে তার দেহ তল্লাশি করে পকেট থেকে একটি চাকু এবং একটি ঔষুধের বোতল উদ্ধার করা হয়।

পরবর্তীতে মাদ্রাসার কর্তৃপক্ষ মুকসুদপুর থানায় সংবাদ দিলে মুকসুদপুর থানা পুলিশের এস,আই আজাদ সংগীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রাথমিক তদন্ত শেষে হাবিব শেখকে আটক করে মুকসুদপুর থানায় নিয়ে আসে।

হাবিব শেক খোন্দকারকান্দি ঈদগাহ কওমি মাদ্রাসার শিক্ষক বলে স্থানীয় জনগন জানিয়েছেন। ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যকর ঘটনার সৃষ্টি হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.