মুকসুদপুরে পিতা পুত্রের দুধ দিয়ে গোসল

0
17
দুধ
মুকসুদপুরে পিতা পুত্রের দুধ দিয়ে গোসলমুকসুদপুরে পিতা পুত্রের দুধ দিয়ে গোসল

মুকসুদপুর উপজেলার বাটিকামারী গ্রামের সাইফুল শেখ এর স্ত্রী রোজিনা বেগমের সাথে বিবাহ বিচ্ছেদ হওয়ায় বাটিকামারী গ্রামের খোন্দকার পাড়ার দরগার সামনে দুধ দিয়ে সাইফুল শেখ ও তার সন্তান মিনহাজ শেখ গোসল করেছে।

শনিবার ( ১৬ আগষ্ট )  সকাল সাড়ে ৯ টায় এই ঘটনা ঘটে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় এক চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি হয়েছে।

জানা যায়, গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার বাটিকামারী ইউনিয়নের বাটিকামারী গ্রামের বিল্লাল শেখের ছেলে সাইফুল শেখের সাথে পাশ্ববর্তী ফরিদপুর জেলার ভাংগা উপজেলার ছোট মুচকুন্নি গ্রামের আদম আলীর মেয়ে রোজিনা বেগমের সাথে ২০১৪ সালের অক্টোম্বর মাসে সামাজিক ভাবে বিবাহ অনুষ্ঠিত হয়েছিল।

এর মাঝে তাদের পরিবারের মধ্যে একটি পুত্র সন্তান জন্ম নেয়। তার নাম মিনহাজ শেখ। বয়স ১০বছর। সুখের সংসারে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে স্বামী স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরত চলছে। ১৯ জুলাই ২০২৫ইং তারিখে স্ত্রী রোজিনা বেগম স্বামী সাইফুল শেখ, শ্বাশুড়ী রিনা বেগম, দুই নন্দ ইতি বেগম ও বিথী বেগমের মোট ৪ জনের নামে মুকসুদপুর থানায় একটি অভিযোগ দায়ের করে।

তারই ধারাবাহিকতায় ১৫ আগষ্ট শুত্রুবার বিকাল সাড়ে ৪টায় টেংরাখোলা বাজারে (মুকসুদপুর থানার সামনে) ওহিদ কাজীর হোটেলে উভয়ের পক্ষের স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে সাড়ে ৫ লক্ষ টাকা দেনমোহর স্ত্রী রোজিনা বেগমকে পরিশোধের মাধ্যমে খোলা তালাক (বিবাহ বিচ্ছেদ) সম্পন্ন হয়। অভিযোগের তদন্তকারী অফিসার মুকসুদপুর থানার এস, আই আবুল কালাম আজাদের সাথে এবিষয়ে আলাপ কালে তিনি বলেন, উভয় পক্ষ থেকে একটি আপোষনামা তার কাছে জমা দিয়েছে।

স্ত্রীর সাথে বিবাহ বিচ্ছেদ হওয়ায় ১৬ আগষ্ট শনিবার সকাল সাড়ে ৯টায় বাটিকামারী গ্রামের খোন্দকার পাড়ার দরগা সামনে দুধ দিয়ে সাইফুল শেখ ও তার সন্তান মিনহাজ শেখ গোসল করেছে।

কেএম আবুবক্কার
সিনিয়র স্টাফ রিপোর্টার