
জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে ১৮ আগষ্ট সোমবার সকাল ১০টায় হাসপাতাল কনফারেন্স রুমে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের আয়োজনে কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তার।
মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রায়হান ইসলাম শোভনের সভাপতিত্বে এবং মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রক) ডা: দীপ্ত সাহার সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: বিস্মময় মন্ডল,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: হুমায়ুন হোসেন, মুকসুদপুর পৌর সভার নির্বাহী কর্মকর্তা মো: মাসুদ আলম,
উপজেলা তথ্য কর্মকর্তা শতাব্দি বিশ্বাস,সাপ্তাহিক বাংলার নয়ন পত্রিকার সম্পাদক শহিদুল ইসলাম বেলায়েত,সরকারী সাবের মিয়া জসিমুদ্দিন (এস,জে) মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল চন্দ্র মন্ডল,মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো: ছিরু মিয়া,সিনিয়র সহসভাপতি হাফিজুর রহমান, সাধারন সম্পাদক কাজী মো: ওহিদুল ইসলাম, মুকসুদপুর পৌর বিএনপির সাধারন সম্পাদক মশিউর রহমান মিন্টু, দপ্তর সম্পাদক কাইয়ুম শরীফ প্রমূখ।
উপজেলার বিভাগের বিভাগীয় প্রধানগন,বিভিন্ন স্কুল মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা, স্থানীয় মসজিদের ইমাম-মোয়াজ্জেম এবং স্থানীয় সাংবাদিকগন কো-অর্ডিনেশন সভায় অংশ নেন।
মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রায়হান ইসলাম শোভন জানান, আগামী ১২ অক্টোবর হতে মাসব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের কার্যকর্ম চলবে। এবছর উপজেলার ৯ মাস হতে ১৫ বছরের শিশু কিশোরদের এ টিকাদান প্রদান করা হবে।