মিয়ানমার সেনাবাহিনীর ৫ চ্যানেল সরালো ইউটিউব

0
33
ইউটিউব

মিয়ানমারের সেনাবহিনী নিয়ন্ত্রিত টেলিভিশিন নেটওয়ার্কের পাঁচটি চ্যানেল ইউটিউব থেকে সরিয়ে ফেলা হয়েছে। কর্তৃপক্ষের বরাত দিয়ে শুক্রবার এক প্রতিবেদনে এতথ্য জানিয়েছে রয়টার্স।

ইউটিউবের একজন মুখপাত্র বলেন, আমাদের নীতি ও আইন অনুযায়ী কয়েকটি চ্যানেল এবং বেশ কিছু ভিডিও সরিয়ে ফেলা হয়েছে।

গত ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের পর থেকেই মিয়ানমারজুড়ে অস্থিরতা বিরাজ করছে। এতে ৫০ বছরেরও বেশি সময় ধরে সামরিক শাসনের অধীনে থাকা দেশটির গণতান্ত্রিক অগ্রযাত্রা রুদ্ধ হয়ে পড়েছে।

সামরিক অভ্যুত্থানের পর থেকেই সেনাবিরোধী গণতন্ত্রপন্থিরা রাজপথে নেমে বিক্ষোভ করছেন। প্রথম দিকে সংযম দেখালেও কয়েকদিন ধরে বিক্ষোভ দমনে সহিংসতার পথ নিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী।