মস্কোয় কনসার্টে ভয়াবহ হামলায় নিহত বেড়ে ৬০

0
15
মস্কোয় কনসার্ট
মস্কোয় কনসার্টে ভয়াবহ হামলায় নিহত বেড়ে ৬০

রাশিয়ার রাজধানী মস্কোয় কনসার্টে বন্দুক হামলা ও বোমা বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত কমপক্ষে ৬০ জন নিহত হয়েছে। এই ভয়াবহ হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)।

স্থানীয় সময় শুক্রবার (২২ মার্চ) সন্ধ্যায় ওই হামলার ঘটনা ঘটে। তিনজন সশস্ত্র ব্যক্তি গুলি চালিয়েছে বলে জানা গেছে। ওই বন্দুকধারীদের খুঁজছে রাশিয়ার ন্যাশনাল গার্ড।

এদিকে রাশিয়ার কর্তৃপক্ষের বরাতে বিবিসি জানিয়েছে, এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ৬০, আর আহত অবস্থায় ১৪৫ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনাকে ‘রক্তাক্ত সন্ত্রাসী হামলা’ বলে উল্লেখ করেছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে, রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী তাতায়ানা গোলিকোভার পুতিনের সঙ্গে দেখা করার পর বলেছেন, ‘প্রেসিডেন্ট সবার দ্রুত আরোগ্য কামনা করেছেন এবং ডাক্তারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন’।