ভ্রাম্যমান আদালতের আগমনে দিশেহারা মৌলভী বাজার ব্যবসায়ী

0
3

রমজানকে সামনে রেখে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কাজ করছে ভোক্তা অধিকার ভ্রাম্যমাণ আদালত। দ্রব্যমূল্যের উর্দুগতি নিয়ন্ত্রণ রাখতে এ অভিযান।

রমজানকে সামনে রেখে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য উর্ধগতি ঠেকাতে ও ভক্তাদের প্রতারণার হাত থেকে বাঁচানোর জন্য কাজ করে যাচ্ছেন ভোক্তা অধিকার।

বিশেষ করে চাল, ডাল, এংকার ডাল, ছোলা, তেল, চিনি ও খেজুরের উপর বেশি নজরদারি রাখা হচ্ছে।

নিত্য প্রয়োজনীয় জিনিসের দ্রব্যমূল্যের উপর নির্ধারিত মূল্য রাখার জন্য ব্যবসায়ী গণের কাছে আবেদন রাখলেন ভ্রাম্যমান আদাল। অনেক ব্যবসায়ী দ্রব্যমূল্যের নির্ধারিত মূল্য তালিকা দোকানে না ঝুলানোর কারণে সাবধান করে গেলেন ও বলে গেলেন যে পরবর্তী সময়ে এসে যদি নির্ধারিত তালিকা না পায় তাহলে জরিমানা সম্মুখীন হতে হবে ব্যবসায়ীদের।

কিছু কিছু দোকানে ৪৮ টাকার এংকার ডাল বিক্রি হচ্ছে ৯০ টাকা খুচরাতে। মৌলভী বাজারে খেজুরের কোন নির্ধারিত দাম না থাকায় ব্যবসায়ীদের করা হুঁশিয়ারি দিয়ে গেছেন ভ্রাম্যমান আদালত।

নিষিদ্ধ কেওড়া জল যে সকল দোকানে পাওয়া গেছে সবগুলোকে দোকান থেকে সরানোর আদেশ দিয়েছেন এবং দোকানদারগণ সাথে সাথে সবগুলো সরিয়ে ফেলেছে এই কেওড়া জলের বিএসটি আই নাই তাই বিক্রি বন্ধের আহ্বান জানিয়েছে ব্যবসায়ীদের কাছে।

রমজানকে সামনে রেখে একদল চৌকস টিম নিয়ে কাজ করে যাচ্ছেন বাজারকে নিয়ন্ত্রিত রাখার জন্য। এই বিষয়টি নিয়ে কিছু ক্রেতার সাথে আলোচনা করে জানা যায় যে দ্রব্যের মূল্যের দাম এই সপ্তাহে গত সপ্তাহের তুলনায় কিছুটা বেশি।

ক্রেতারা আরো বলেন ভ্রাম্যমান আদালতে নজর দারিতে বাজার নিয়ন্ত্রিত থাকলে কিছুটা হলেও স্বস্তি ফিরে পাবে তারা।

রমজানকে সামনে রেখে বিক্রেতা  যাতে করে ক্রেতাদের ঠকাতে না পারে এই বিষয়টা নিয়ে কাজ করে যাচ্ছেন ভোক্তা অধিকার।

বাজারকে নিয়ন্ত্রিত রাখতে যে পদক্ষেপ নেওয়া দরকার সেই পদক্ষেপটি নিতে প্রস্তুত ভোক্তা অধিকার।

এ বিষয়টি নিয়ে ব্যবসায়ীদের সাথে আলোচনা করে জানা যায় বাজারের তালিকা প্রতিদিন ঠিকঠাক করে দেয় না তাদের কর্মচারীরা ও তারা আরো বলেন এখন থেকে প্রতিদিন বাজারের তালিকা দোকানের সামনে ঝুলিয়ে রাখবে কোন গাফিলতি করবে না।

আল- মুজাহিদ বিদ্যুৎ, মৌলভী বাজার, ঢাকা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.