বাসের ভেতর সুবিধাবঞ্চিত শিশুদের স্কুল

0
56
চাকার স্কুল

এই স্কুল ঠিক অন্য স্কুলের মতো নয়। তাই নামটাও যেনো একটু ভিন্ন। স্কুলটির নাম ‘চাকার স্কুল’। এটি সুবিধাবঞ্চিত শিশুদের কাছাকাছি গিয়ে শিক্ষাদান করে থাকে।

ডিজিটাল শিক্ষার কথা চিন্তা করেই একটি বাসের মধ্যে বানানো হয়েছে পুরো একটি স্কুল। রাজধানীতে এমন একটি গাড়ি শিক্ষার আলো ছড়িয়ে দিতে শিক্ষার্থীদের কাছাকাছি ছুটছে।

চাকার স্কুল

দুই শিফটে প্রি-প্রাইমারি শিক্ষাদান দেওয়া হয় সুবিধাবঞ্চিত শিশুদের। করোনাকালেও বন্ধ নেই এই স্কুলের কার্যক্রম। সকল শিক্ষার্থী স্বাস্থ্যবিধি মেনেই শিক্ষাগ্রহণ করছে।

রাজধানীর বেড়িবাঁধের দিয়াবাড়ি এলাকায় ‘চাকার স্কুল’ বাসের মূল ঠিকানা। এরমধ্যেই চলছে শিক্ষাদান। ক্লাসের মধ্যে পড়াশোনায় ব্যস্ত থাকে শিশুরা।

চাকার স্কুল

চাকার স্কুলটির দুই শিফটে শিক্ষা কার্যক্রম চলে। মূলত আশেপাশের সুবিধাবঞ্চিত শিশুরা এখানে শিক্ষাগ্রহণ করতে আসে। শিক্ষা দেয়ার পাশাপাশি স্কুল থেকে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণও দেওয়া হয়।

সরেজমিনে গিয়ে দেখা যায় স্কুলে পড়াশোনায় ব্যাস্ত সময় কাটাচ্ছেন এখানকার শিক্ষার্থীরা। কেউবা ছবি আঁকছে, কেউ অংক করছে, কেউ ব্যস্ত ইংরেজি নিয়ে। সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে এভাবেই চলছে চাকার স্কুলের কার্যক্রম।