
দ্রুতগামী যানবাহনের ধাক্কায় ঘটনাস্থলে মোটরসাইকেল চালক নিহত হন। ঘটনাটি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর ও কাশিয়ানী এই দুই থানার মাঝখানে ঘটে।
গতকাল (৬ মার্চ) আনুমানিক রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম দাউদুল আলম (৫৫)। তিনি ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানার শিয়ালদি গ্রামের আবুল হাসেম মোল্লার ছেলে। তিনিই মোটরসাইকেল চালাচ্ছিলেন।
জানা যায়, ঢাকা থেকে বাড়ি ফেরার পথে দ্রুতগামী যানবাহন তাকে চাপা দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা থানায় ফোন দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। এ সময় লাশের মানিব্যাগে পাওয়া আইডি কার্ডের মাধ্যমে মৃত ব্যাক্তির নাম ও ঠিকানা জানা যায়।
গোপালগঞ্জ প্রতিনিধি
আবু বাক্কার


