নামাজিদের লাথি, অবশেষে সাময়িকভাবে বরখাস্ত এক পুলিশ

0
32
নামাজিদের লাথি
নামাজিদের লাথি, অবশেষে সাময়িকভাবে বরখাস্ত এক পুলিশ

নামাজিদের লাথি মারায় সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে পুলিশের এক সাব-ইন্সপেক্টরকে। ঘটনাটি ঘটেছে দিল্লির ইন্দ্রলোক এলাকায়।

শুক্রবারে এমন একটি ভিডিও সারা নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে।

ভাইরাল ভিডিওতে দেখা গেছে, রাস্তায় অনেক মুসল্লি একসাথে নামাজ পরছিলেন। সেজদায় যাওয়ার সাথে সাথে এক পুলিশকে লাথি মেরে সরিয়ে দিতে দেখা যায়।

মুহূর্তেই ঘটনাস্থলে হাজির অনেক নামাজি ওই পুলিশ কর্মীকে ঘিরে ধরে তার সঙ্গে তর্ক করতে শুরু করেন।

দিল্লি পুলিশ ওই ঘটনার জন্য দায়ী সাব-ইন্সপেক্টর মনোজ তোমারকে সাময়িক ভাবে বরখাস্ত, অর্থাৎ সাসপেন্ড করেছে।