নরসিংদীতে বাংলা নববর্ষ উদযাপন

0
25
নরসিংদীতে
নরসিংদীতে বাংলা নববর্ষ উদযাপন

সারাদেশের মতো নরসিংদীতে বাংলা নববর্ষ উদযাপন করা হচ্ছে। নরসিংদী, রায়পুরায়, পিরিজ কান্দি উচ্চ বিদ্যালয় উদযাপিত হচ্ছে বাংলা নববর্ষ।

সারাদেশে চলছে বাংলা নববর্ষের উদযাপন, শহর কিংবা গ্রাম সাধারণ শ্রেণীর মানুষের থেকে শুরু করে উচ্চতর শ্রেণীর লোকেরা ঐতিহ্যের সাথে দিনটি পালন করছে আজ।

নববর্ষ উদযাপন শহরের তুলনায় গ্রামের চিত্রপট কিছুটা ভিন্ন। নানা পেশা, নানা শ্রেণীর লোকেরা দিনটিকে উদযাপন করছে ঐতিহ্যের সাথে।

বাংলার ঐতিহ্যের বিশেষ একটি অংশ পহেলা বৈশাখ আর এই বৈশাখ কে কেন্দ্র করে সারাদেশে চলছে বিভিন্ন ধরনের আচার অনুষ্ঠান।

বাংলা নববর্ষ বয়ে আনুক প্রতিটি মানুষের শান্তি ও সুখ এই প্রত্যাশা নিয়ে পালিত হচ্ছে বাংলা নববর্ষ। আজকের এই দিনে ব্যবসায়ীরা তাদের ক্রেতাদের খাওয়াচ্ছেন ভিন্ন দলের মিষ্টান্ন এভাবেই পালিত হচ্ছে বাংলা নববর্ষ গ্রাম থেকে গ্রামে।

প্রতিবেদকঃ আল মুজাহিদ বিদ্যুৎ