ঢাকার কাওরান বাজারে মাদকবিরোধী অভিযানে ২৫ মাদক বিক্রেতা আটক

0
37
ফাইল ফটো
ফাইল ফটো

শুক্রবার (২৫ জুন) সন্ধ্যা সাতটা থেকে রাত নয়টা পর্যন্ত রাজধানীর কাওরান বাজার কাঠপট্টি এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৫ জনকে আটক করেছে র‍্যাব।

র‍্যাব-২ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার সাইফুল আলম জানান,মাদকবিরোধী অভিযানে ১১ জন নারী ও ১৪ জন পুরুষসহ ২৫ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা সবাই মাদক ব্যবসার সাথে জড়িত। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, শুধু কাওরান বাজার এলাকায় নয় রাজধানীর বিভিন্ন অলিগলিতে মাদকসেবীদের দৌরাত্ম্য বেড়েছে। আমরা বিভিন্ন এলাকায় নজরদারি জোরদার করেছি। যারা মাদক কারবারীদের প্রশ্রয় দিচ্ছেন তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। আটককৃতরা সঙ্ঘবদ্ধ মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। তারা পারস্পরিক যোগসাজশে রাজধানীর বিভিন্ন জায়গায় মাদক বিক্রি ও সরবরাহ করে আসছিল। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।