
ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে মধ্যরাত থেকেই বৃষ্টি হচ্ছে রাজধানীতে। বৃষ্টির প্রভাবে পানি জমেছে ঢাকার কিছু কিছু সড়কে। চরম ভোগান্তিতে পরেছে রাজধানীবাসী।
সকালে অফিসগামী ও সাধারণ যাত্রীরা পড়েছেন পরিবহন সংকটে। স্কুল-কলেজের শিক্ষার্থী ও ফুটপাতের দোকানিরাও সমস্যায় পড়েছেন।
রাস্তায় যানবাহন অনেকটা বেশি থাকায় প্রতিটি সিগনালে কিছুক্ষণ করে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
রাজধানীর কিছু কিছু এলাকায় জলাবদ্ধতাও দেখা দিয়েছে। বাড্ডা, বিজয় সরণী, শেওড়াপাড়া, জাহাঙ্গীর গেট, ফার্মগেট, তালতলা, মগবাজার ও খিলক্ষেতসহ অনেক এলাকায় বৃষ্টির মধ্যে অফিসগামী মানুষকে বাসের জন্য অপেক্ষা করতে দেখা গেছে।


