জেনোসাইডের মত ইকোসাইডকে আইনের আওতায় চায় সংসদীয় কমিটি

0
59
ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

জেনোসাইডের মত ইকোসাইডকে অপরাধ হিসেবে গণ্য দেখতে চায় সংসদীয় কমিটি। রবিবার (২০ জুন) সংসদ ভবনে অনুষ্ঠিত জাতীয় সংসদের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক শেষে কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী এমন সুপারিশের কথা জানান।

তিনি বলেন, গণহত্যা যেমন অপরাধ ইকোসিস্টেম ধ্বংস করাও সেই ধরনের একটি অপরাধ বলে আমরা মনে করি। কারণ ইকোসিস্টেম না থাকলেও তো আমরা কেউই বাঁচতে পারবো না। 

বৈঠকের কার্যপত্র থেকে জানা গেছে, বন অধিদফতর গত ৮ মাসে ২ হাজার ৪৬৮ দশমিক ২০ একর জবরদখল হওয়া ভূমি উদ্ধার করেছে। এর মধ্যে ঢাকা বনবিভাগের ৬৪২ দশমিক ৫৮ একর, টাঙ্গাইল বনবিভাগের ৬৩৬ দশমিক ৪৯ একর, ময়মনসিংহ বনবিভাগের ১ দশমিক ৫০ চট্টগ্রাম উত্তর বনবিভাগের ৭২৩ দশমিক ৪০ একর, চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের ২৩০ দশমিক ৬৫ একর, কক্সবাজার উত্তর বনবিভাগের ১৪৪ দশমিক ১৫ একর, কক্সবাজার দক্ষিণ বনবিভাগের ২৪ দশমিক ১৯ একর, উপকূলীয় বনবিভাগ চট্টগ্রামের ২৯ দশমিক ৭০ একর, সামাজিক বনবিভাগ রাজশাহীর ১৯ দশমিক ৪৯ একর এবং বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, চট্টগ্রামের ১৬ দশমিক শূন্য ৫ একর।

বৈঠকে জীব-বৈচিত্র্য বিষয়টি পরিবেশ অধিদফতরের নাকি বন অধিদফতরের অধীনে থাকবে তা পর্যালোচনা করে সিদ্ধান্ত গ্রহণের সুপারিশ করেছে। এ বিষয়ে সভাপতি বলেন, জীববৈচিত্র্য এখন পরিবেশ অধিদফতরের অধীনে আছে। আমরা মনে হয়েছে এটা বনের সঙ্গে সংশ্লিষ্ট। পরিবেশ তো এমনিতেই অনেক কাজ করে। এজন্য জীববৈচিত্র্য আলাদাভাবে বা বনের সঙ্গে যুক্ত করা যায় কী না সেটা দেখতে বলেছি। মন্ত্রণালয়ের রুলস অব বিজনেসে ইকোসিস্টেম, বায়োডাইভার্সিটি ইত্যাদি বিষয়গুলো নেই। এগুলো অন্তর্ভুক্ত করার কথা বলেছি।