চালককে কুপিয়ে ইজিবাইকে আগুন

0
3
চালককে কুপিয়ে
চালককে কুপিয়ে ইজিবাইকে আগুন

মাদারীপুরে ইজিবাইক থেকে পড়ে যাওয়া নিয়ে দ্বন্দ্বের জেরে চালককে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এ সময় ইজিবাইকটি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। বাধা দেওয়ায় তার স্ত্রীকেও মারধর করা হয়েছে।

শুক্রবার (৮ আগস্ট) বিকেলে মাদারীপুর সদর উপজেলার খোঁয়াজপুর ইউনিয়নের চর গোন্দিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আহত ইজিবাইক চালক রোমান আকন একই গ্রামের মৃত আমজাদ আকনের ছেলে। অভিযুক্ত দুলাল শরীফ ওই এলাকার মতি শরীফের ছেলে।

ভুক্তভোগীর পরিবার ও স্থানীয়রা জানান, ৬ মাস আগে সদর উপজেলার চরগোন্দিপুর গ্রামের রোমান আকনের ইজিবাইকে ওঠেন একই এলাকার দুলাল শরীফের একমাত্র শিশু ছেলে তাহসিন (৭)।

এ সময় তাহসিন ইজিবাইক থেকে পড়ে মারা যায়। এ নিয়ে এলাকায় বেশ কয়েকবার সালিস বসলেও কোনো মীমাংসা হয়নি। এরই জের ধরে শুক্রবার বিকেলে বাড়ির পাশে বটতলা চরগোবিন্দপুর সিনিয়র আলিয়া মাদরাসার সামনে রোমানকে একা পেয়ে হামলা চালায় দুলাল শরীফ ও তার লোকজন।

এ সময় ইজিবাইক চালক রোমানকে কুপিয়ে জখম করা হয়। রোমানের চিৎকারে স্ত্রী হাজেরা বেগম এগিয়ে আসলে তাকেও মারধর করা হয়। একপর্যায়ে আশপাশের লোকজন এগিয়ে এলে পালিয়ে যাওয়ার সময় হামলাকারীরা রোমানের ইজিবাইকে আগুন ধরিয়ে দেন।

পরে স্থানীয়রা আহত রোমান ও তার স্ত্রীকে উদ্ধার করে মাদারীপুর সদরের ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে ভর্তি করে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ ঘটনায় দোষীদের বিচার দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী।

ইজিবাইক চালকের স্ত্রী হাজেরা বেগম বলেন, আমার স্বামীকে একা পেয়ে এই হামলা চালিয়েছে দুলাল শরীফ ও তার লোকজন। আমি এগিয়ে আসলে আমাকেও পিটিয়ে আহত করা হয়। আমি এই হামলার বিচার চাই।

কে এম আবু বক্কর
সিনিয়র স্টাফ রিপোর্টার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.