
চট্টগ্রামের জনসমাবেশে মিছিলে মিছিলে বিএনপির নেতাকর্মীদের আগমন। সমাবেশ স্থল পলোগ্রাউন্ড মাঠের আশপাশের এলাকা টাইগারপাস মোড়, ফলমণ্ডি মোড়, সিআরবি সড়কে ব্যাপক মানুষের উপস্থিতি দেখা গেছে। নেতাকর্মীরা বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য শোনার জন্য অপেক্ষা করছেন।
রোববার (২৫ জানুয়ারি) সকালে সমাবেশের আশপাশ এলাকা ঘুরে দেখা গেছে, টাইগারপাস মোড়, কদমতলী মোড়, সিআরবি প্রবেশমুখে নেতাকর্মীদের উপস্থিতি রয়েছে।
টাইগারপাস থেকে সমাবেশে যাওয়ার সড়কেও মানুষ আর মানুষ। এই সড়কে গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। মোড়ে সেনাবাহিনী ও পুলিশের বিপুলসংখ্যক সদস্যের উপস্থিতি দেখা গেছে।
চট্টগ্রাম নগর ও জেলার বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, ওলামা দল ও মহিলা দল নেতাকর্মীরা সকাল থেকে সমাবেশে যোগ দিচ্ছেন।
এদিকে মহাসমাবেশ উপলক্ষ্যে চট্টগ্রাম নগরীতে রাখা হয়েছে কঠোর নিরাপত্তার আওতায়। প্রায় দুই হাজার পুলিশ সদস্য মোতায়েন থাকবে। মঞ্চসহ পুরো এলাকাকে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থায় ভাগ করা হয়েছে—রেড জোন, ইয়েলো জোন ও গ্রিন জোন।
মঞ্চকে রেড জোন ঘোষণা করা হয়েছে, যেখানে কেবল বিএনপির কেন্দ্রীয় নেতারা, স্থায়ী কমিটির সদস্যরা এবং বৃহত্তর চট্টগ্রামের ২৩টি আসনের সংসদ সদস্য প্রার্থীরা অবস্থান করতে পারবেন।
মঞ্চের সামনের অংশ ইয়েলো জোন হিসেবে নির্ধারণ করা হয়েছে, যেখানে সাংবাদিক ও নারীদের জন্য আলাদা ব্লক থাকবে। পুরো মাঠকে রাখা হয়েছে গ্রিন জোন হিসেবে।
তারেক রহমান সর্বশেষ ২০০৫ সালে চট্টগ্রামে গিয়েছিলেন। সে সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণায় অংশ নিয়ে তিনি নগরীর লালদিঘী ময়দানে জনসভায় বক্তব্য দিয়েছিলেন।


