
গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একাধিক।

বুধবার আনুমানিক সকাল ১১ টায় ঢাকা-বরিশাল মহাসড়কের ডোমরাকান্দি নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ৪ জন মহিলা ১ জন পুরুষ (ড্রাইভার)।
হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেন। উদ্ধারকৃত লাশ ভাঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়েছে। নিহতদের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। আহতদের ফরিদপুর ও ভাঙ্গার বিভিন্ন হসপিটালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
গোপালগঞ্জ প্রতিনিধিঃ আবু বাক্কার