গাজীপুর – ঢাকা রুটে দুই জোড়া কমিউটার ট্রেন চলাচল শুরু 

0
8
ঢাকা রুটে
গাজীপুর - ঢাকা রুটে দুই জোড়া কমিউটার ট্রেন চলাচল শুরু 

গাজীপুর – ঢাকা রুটে দুই জোড়া কমিউটার ট্রেন চলাচল শুরু হয়েছে। এতে ঢাকার সঙ্গে গাজীপুরবাসীর যোগাযোগ আরও সহজ হবে।

রবিবার (১৫ ডিসেম্বর) সকাল ৭টায় জয়দেবপুর জংশনে ট্রেনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন  রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

এসময় উপস্থিত ছিলেন রেল মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম, রেলওয়ে ডিজি আফজাল হোসেন, গাজীপুর জেলা প্রশাসক নাফিসা আরেফিন।

উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, ‘‘বিজয় দিবসের প্রাক্কালে ঢাকা-জয়দেবপুর কম্পিউটার ট্রেনটি চালু করলাম। এটা করার উদ্দেশ্য হলো গাজীপুর থেকে আপনারা যেনো ঢাকায় অফিস করে ফিরতে পারেন। আমরা সব শ্রেণির জন্য যাতায়াতের ব্যবস্থা রেখেছি। এখন অল্প সময়ের মধ্য যাত্রীরা যাতায়াত করতে পারবেন। এরপর নরসিংদী-ঢাকা ও নারায়ণগঞ্জ-ঢাকা রুটেও কমিউটার ট্রেন চালু করবো।’