কোপার শেষ আটে তৃতীয় দল হিসেবে লিয়োনেল মেসির আর্জেন্টিনা

0
37

প্যারাগুয়েকে হারিয়ে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালের পা রাখলো আর্জেন্টিনা। আজ  মঙ্গলবার ১-০ গোলে জিতে তিন ম্যাচে তাদের সংগ্রহ ৭ পয়েন্ট। ব্রাজিল এবং চিলির পর তৃতীয় দল হিসেবে শেষ আটে লিয়োনেল মেসির আর্জেন্টিনা।

১০ মিনিটের মাথায় আর্জেন্টিনার হয়ে গোল করেন আলেয়ান্দ্রো গোমেজ। তাঁকে গোলের পাস বাড়িয়েছিলেন আঞ্জেলো দি মারিয়া। শুরু থেকেই ভয়ঙ্কর দেখাচ্ছিল মারিয়াকে। বল নিয়ে ডানদিক থেকে ভিতর দিকে ঢুকে আসেন তিনি। তারপর ডিফেন্স চেরা পাস গোমেজকে। চিপ করে গোলকিপারের ওপর দিয়ে বল জালে জড়িয়ে দেন স্প্যানিশ ক্লাব সেভিয়ার হয়ে খেলা এই ফুটবলার। স্বস্তির হাসি মেসিদের মুখে। 

৪২তম মিনিটে মেসির ফ্রি কিকে বল পান দি মারিয়া। তার ক্রসে হেরমান পেস্সেইয়ার হেড লক্ষ্যেই ছিল কিন্তু ছিল না জোর। সহজেই নিয়ন্ত্রণে নেন প্যরাগুয়ে গোলরক্ষক।

দ্বিতীয়ার্ধে খেলার গতি বাড়ায় প্যারাগুয়ে। গোলের জন্য মরিয়া হয়ে উঠা দলটি বেশ কয়েকটি গোলের সুযোগও পায়। কিন্তু যোগ্য ফিনিশিংয়ের অভাবে আর গোলের দেখা পায়নি। ফলে ১-০ গোল ব্যবধানেই শেষ হয় ম্যাচ।

এ জয়ের ফলে ৩ ম্যাচে সর্বোচ্চ ৭ পয়েন্ট নিয়ে টেবিলে সবার উপরেই অবস্থান করছে আলবিসেলেস্তেরা।