
পৃথিবীতে যে কয়েকটি প্রাণী এখন বিলুপ্তপ্রায় তাদের মধ্যে সাদা বাঘ বা হোয়াইট টাইগার অন্যতম। বিশ্বের মাত্র অল্প কয়েকটি দেশে এগুলোকে দেখতে পাওয়া যায়। ভারতের ওডিশা রাজ্যের নন্দনকানন জোলজিক্যাল পার্কেও প্রাণীটি রয়েছে।
সেখানে থাকা সাদা বাঘ তিনটি বাচ্চার জন্ম দিয়েছে। গতকাল রবিবার বিজয়া নামের এই বাঘটি ভিন্ন ভিন্ন সময়ে এগুলোর জন্ম দেয়। আজ সোমবার (২৯ মার্চ) এ খবর প্রকাশ করেছে ভারতের শীর্ষস্থানীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস।
পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, রবিবার স্থানীয় সময় সকাল ১০টা ৫৮ মিনিট, দুপুর ১টা এবং সর্বশেষ বাচ্চাটির জন্ম হয় দুপুর ১টা ৩৫ মিনিটে। এ নিয়ে তৃতীয়বারের মতো সন্তান জন্ম দিলো বিজয়া। এর আগে ২০১৬ সালের ২০ আগস্ট এবং পরের বছর ২০১৭ সালের ১৭ সেপ্টেম্বর দুটি শিশুর জন্ম দেয় প্রাণীটি।
এ বিষয়ে পার্কটির সহকারী পরিচালক বিমল প্রসন্ন আচার্য জানান, শাবকদের যত্ন নেওয়ার অভিজ্ঞতা বাঘটির রয়েছে। তাছাড়া সিসিটিভি ফুটেজের মাধ্যমে পশু চিকিৎসকরা সার্বক্ষণিক বিজয়া ও তার বাচ্চাদের ওপর নজর রাখছেন। বর্তমানে মা এবং বাচ্চারা সুস্থ রয়েছে।
কর্তৃপক্ষের তথ্যমতে, পার্কটিতে বর্তমানে মোট ২৮টি বাঘ রয়েছে।