এআই দিয়ে তৈরি ‘মরণ ক্যালকুলেটর’

0
20
এআই
এআই-কে ভুলেও এই দশটি প্রশ্ন করবেন না

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার এখন সারা পৃথিবীতে ব্যাপকভাবে প্রভাব ফেলেছে। এআইয়ের মাধ্যমে যে কোন কাজ সম্পূর্ণ হচ্ছে চোখের পলকে।

বিশেষজ্ঞ ছাড়াই ছবি, ভিডিও তৈরি করা এখন আর কঠিন কাজ নয়।

এবার এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে ‘মরণ ক্যালকুলেটর’। এটি এমন একটি যন্ত্র, যা কিনা  মানুষের মৃত্যুর সময় নির্ধারণ করবে। এই যন্ত্রের মাধ্যমে নির্ণয় করা যাবে মৃত্যুর দিন তারিখ মাস।

বিজ্ঞানীদের দাবি, তাঁদের তৈরি ‘মরণ ক্যালকুলেটর’-এর মাধ্যমে জীবদ্দশাতেই মানুষ জানতে পারবেন, কবে কখন তাঁর মৃত্যু হবে।

ডেনমার্কের প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক দল বিজ্ঞানী এআই নিয়ে গবেষণা করছিলেন। তাঁরাই তৈরি করেছেন ‘ডেথ ক্যালকুলেটর’। বিজ্ঞানীরা এ-ও জানিয়েছেন, কী ভাবে এই যন্ত্র কাজ করবে।

চ্যাটজিপিটি-তে যে প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, তা ‘মরণ ক্যালকুলেটর’-এও ব্যবহার করেছেন বিজ্ঞানীরা। যে অ্যালগরিদমে এ ক্ষেত্রে কাজ হচ্ছে, তার নাম লাইফ২ভেক।

এই প্রযুক্তিতে কোনও ব্যক্তির উপার্জন, কাজের ধরন, বাসস্থান, শারীরিক পরিস্থিতি সম্পর্কে একাধিক প্রশ্ন করা হয়। এই ধরনের তথ্যগুলি বিশ্লেষণ করে মৃত্যুর সম্ভাব্য দিন নির্ধারণ করে প্রযুক্তি।

মৃত্যুদিন নির্ধারণের জন্য জীবনের ঘটনাবলি, ব্যক্তি কোন ভাষায় কথা বলেন ইত্যাদি যাবতীয় খুঁটিনাটি তথ্য সংগ্রহ করে এআই যন্ত্র। সব উত্তর ঠিকঠাক দিলেই উত্তর সঠিক আসার সম্ভাবনা থাকে।

বিজ্ঞানীদের দাবি, এ ক্ষেত্রে ‘মরণ ক্যালকুলেটর’ গণনা করে যে উত্তর বার করে, তা ৭৮ শতাংশ সঠিক। পূর্বাভাস না মেলার সম্ভাবনা থাকে মাত্র ২২ শতাংশ।

ডেনমার্কের গবেষকদলের দাবি, ওই ১২ বছরে অন্তত ৬০ লক্ষ ডেনমার্কবাসীর উপর যন্ত্রটি পরীক্ষা করে দেখা হয়েছে। ফল হয়েছে আশানুরূপ। যা দেখে যন্ত্র নিয়ে উৎসাহ বেড়েছে বিজ্ঞানী মহলে।