ইজিবাইক চালকের চোখ উপড়ে পুড়িয়ে হত্যা চেষ্টা, প্রধান আসামি গ্রেপ্তার

0
5
চোখ
ইজিবাইক চালকের চোখ উপড়ে পুড়িয়ে হত্যা চেষ্টা, প্রধান আসামি গ্রেপ্তার

মাদারীপুরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ডেকে নিয়ে ইজিবাইক চালকের দুই চোখ উপড়ে আগুনে পুড়িয়ে দেওয়ার পর কুপিয়ে হত্যা চেষ্টার ঘটনার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

রোববার (১৪ সেপ্টেম্বর) রাতে সিপিসি-৩ এর র‍্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার (পুলিশ সুপার) মীর মনির হোসেনের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তার সুমন শিকদার (২৫) শরীয়তপুরের পদ্মাসেতু দক্ষিণ থানার মহর আলী শিকদার কান্দি গ্রামের আলিমুদ্দিন শিকদারের ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, দীর্ঘদিন যাবত পাওনা টাকা নিয়ে সুমনের সঙ্গে শরীয়তপুরের জাজিরা থানার দক্ষিণ বাইকশা গ্রামের ইজিবাইক চালক রমজান মোল্লার দ্বন্দ্বের সৃষ্টি হয়।

গত ৬ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে টাকা ফেরত দেওয়ার কথা বলে রমজানকে ফোন করে শরীয়তপুরের পদ্মাসেতু দক্ষিণ থানার মহর আলী শিকদার কান্দি গ্রামে নিজ বাড়িতে ডেকে নেয় সুমন। পরে পূর্ব পরিকল্পনা অনুযায়ী রমজানকে একটি বাঁশ বাগানের মধ্যে নিয়ে যায়।

এসময় সুমন ও তার লোকজন রমজানের ওপর হামলা চালায় এবং ক্রু-ড্রাইভার দিয়ে তার দুটি চোখ উঠিয়ে আগুনে পুড়িয়ে দেয়। একই সঙ্গে তাকে হত্যার উদ্দেশ্যে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। এ ঘটনায় পরেরদিন (গত ৭ সেপ্টেম্বর) রমজানের স্ত্রী ইসমোতারা (৩৬) বাদী হয়ে পদ্মাসেতু দক্ষিণ থানায় ১০ জনের নাম উল্লেখ ও আরও অজ্ঞাত ১০/১২ জনকে আসামি করে একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন।

পরবর্তীতে চাঞ্চল্যকর মামলাটি গুরুত্ব সহকারে নিয়ে রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে মুন্সিগঞ্জ সদরের মুক্তারপুর বল্লালবাড়ি এলাকায় যৌথভাবে অভিযান চালায় সিপিসি-৩ এর মাদারীপুর র‍্যাব-৮ ও সিপিসি-১ এর র‍্যাব-৩ সদস্যরা। এ সময় প্রধান আসামি সুমনকে গ্রেপ্তার করা হয়।

কে এম আবু বক্কর
সিনিয়র স্টাফ রিপোর্টার