
টি-টোয়েন্টি বিশ্বকাপ সেমিফাইনালে আফগানিস্তানকে ৯ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো ফাইনালে স্থান করে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। কেউ ভাবতে পারেনি দক্ষিন আফ্রিকা ফাইনালে যাবে।
কারণ সেমিফাইনালে গিয়ে নিজেকে গুটিয়ে নেয়া দক্ষিণ আফ্রিকার স্বভাব। অপরদিকে আফগানিস্তান কখনো বিশ্বকাপের এই পর্যায়ে আসেনি।
টস জিতে ব্যাটিং বেছে নেন আফগানিস্তান। আগে ব্যাটিং বেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নকআউট পর্বে সবচেয়ে কম ৫৬ রানে নিজেদের গুটিয়ে নেন আফগানিস্তান। ৬৭ বল বাকি থাকতে ওই রান তুলে আনন্দে মাতে ক্রিকেটের অন্যতম ঐতিহ্যবাহী দল দক্ষিণ আফ্রিকা।
প্রথম ইনিংসেরই পরই মোটামুটি নিশ্চিত হয়ে যায় ম্যাচের ফল। বাকি সময়ে চলেছে স্রেফ আনুষ্ঠানিকতা সারার কাজ।