আজ ড. মুহাম্মদ ইউনূসের জন্মদিন

0
9
ইউনূস
আজ ড. মুহাম্মদ ইউনূসের জন্মদিন

আজ (শনিবার, ২৮ জুন) অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের জন্মদিন। চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার বাথুয়া গ্রামে ১৯৪০ সালের ২৮ জুন জন্মগ্রহণ করেন তিনি। মুহাম্মদ ইউনূস ২০০৬ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। তিনি গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা।

তার বাবা দুলা মিঞা সওদাগর ও মাতার নাম সুফিয়া খাতুন। সহধর্মিণী অধ্যাপক দিনা আফরোজ। দুই কন্যার জনক ড. ইউনূস।

দেড় দশক ধরে তার জন্মদিন বিশ্বব্যাপী পালিত হচ্ছে সোশ্যাল বিজনেস ডে হিসেবে। তবে এবার জন্মদিনে নেই কোনো সরকারি আয়োজন বা আনুষ্ঠানিকতা।

এছাড়া তিনি বিশ্বখাদ্য পুরস্কার, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম ও কংগ্রেশনাল গোল্ড মেডেলসহ দেশি-বিদেশি অসংখ্য পুরস্কার ও সম্মাননা পেয়েছেন।

২০২৪ সালের জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলন থেকে দেশের রাজনীতিতে বড় পরিবর্তনে শেখ হাসিনার সরকার পদত্যাগ করে। পরে ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়, যেখানে তিনি প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করছেন।

জন্মদিন উপলক্ষে প্রধান উপদেষ্টাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন প্রেস সচিব শফিকুল আলম। প্রেস সচিব লিখেছেন, ‘শুভ জন্মদিন, স্যার। আপনার সঙ্গে কাজ করার সৌভাগ্য আমার জীবনের এক অসাধারণ অভিজ্ঞতা।