আগামীকাল দুপুর ২টায় খালেদা জিয়ার জানাজা: মির্জা ফখরুল

0
3
খালেদা জিয়া
আগামীকাল দুপুর ২টায় খালেদা জিয়ার জানাজা: মির্জা ফখরুল

আগামীকাল বুধবার দুপুর ২টায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার প্রথম নামাজে জানাজা জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। রাষ্ট্রীয় মর্যাদায় রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে তাঁকে দাফন করা হবে।

আজ মঙ্গলবার দুপুরে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠক শেষে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের এ তথ্য জানান।

বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ড. আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত ছিলেন।

মির্জা ফখরুল বলেন, ‘কেবল বাংলাদেশ নয়, গণতান্ত্রিক বিশ্বের একজন রাজনীতিবিদ যিনি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তার সমস্ত জীবন উৎসর্গ করেছেন সেই মহান নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আর আমাদের মাঝে নেই। তাঁর মৃত্যু দেশের মানুষের জন্য এক অপূরণীয় ক্ষতি। এমন এক সময়ে তিনি চলে গেলেন, যখন জাতি গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে একটি নির্বাচনের দিকে যাচ্ছে এবং তাঁকে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল। এই শোক, এই বেদনা আমাদের পক্ষে ধারণ করা খুব কঠিন ’

জানাজার বিস্তারিত উল্লেখ করে তিনি জানান, আগামীকাল দুপুর ২টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার মাঠ ও মানিক মিয়া এভিনিউ সংলগ্ন বিশাল এলাকা জুড়ে জানাজা অনুষ্ঠিত হবে। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব জানাজায় ইমামতি করবেন। জানাজার পুরো কার্যক্রম সঞ্চালনা করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

জানাজা শেষে দেশনেত্রীকে তাঁর স্বামী স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশেই দাফন করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.