
অনিয়মের দায়ে গুলশান-২ এ কাচ্চি ভাইকে ১ লাখ টাকা জরিমানা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। অভিযানে তারা ট্রেড লাইসেন্স ছাড়া অন্য কোনো কাগজপত্র দেখাতে পারেনি।
বুধবার (৬ মার্চ) ডিএনসিসির অঞ্চল-৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলকার নায়নের নেতৃত্বে গুলশান ও বনানী এলাকার বিভিন্ন রেস্তোরাঁ ও ভবনে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে গিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলকার নায়ন বলেন, ট্রেড লাইসেন্স ছাড়া কোনো কাগজপত্র না থাকায়, কাচ্চি ভাইকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। আগামী ৭ দিনের মধ্যে ফায়ার সার্টিফিকেট, পরিবেশের ছাড়পত্রসহ সব অনুমোদন সম্পন্ন করতে হবে। যদি কাগজপত্র না প্রস্তুত হয়, তাহলে কাচ্চি ভাই রেস্টেুরেন্ট সিলগালা হবে।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে আগুন লেগে ৪৬ জনের প্রাণহানীর ঘটনা ঘটে। এরপর থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় গড়ে ওঠা রেস্তোরাঁ ও ভবনগুলোতে অভিযান চালাচ্ছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) দুই সিটি করপোরেশন এবং আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী।