অগ্রিম ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে

0
28
ঈদুল আজহা
২ জুন থেকে ঈদুল আজহার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

প্রতিবছর ঈদে ট্রেনের টিকিটের চাহিদা বেশি থাকে। যাত্রীর চেয়ে টিকিটের চাহিদা বেশি থাকায় যাত্রীদের পরতে ভোগান্তিতে। তাই গতবারের মতো এবারও ঈদুল ফিতর উপলক্ষ্যে দুটি সময়ে টিকিট বিক্রি করা হবে।

রোববার (২৪ মার্চ) সকাল ৮টা থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে।

পশ্চিমাঞ্চলে চলাচলরত সব আন্ত নগর ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে বিক্রি শুরু হবে। আর পূর্বাঞ্চলে চলাচলরত সব আন্ত নগর ট্রেনের টিকিট দুপুর ১২টা থেকে বিক্রি শুরু হবে।

আজ পাওয়া যাচ্ছে ৩ এপ্রিলের যাত্রার টিকিট। ৪ এপ্রিলের টিকিট দেওয়া হবে ২৫ মার্চ, ৫ এপ্রিলের টিকিট ২৬ মার্চ, ৬ এপ্রিলের টিকিট ২৭ মার্চ, ৭ এপ্রিলের টিকিট ২৮ মার্চ, ৮ এপ্রিলের টিকিট ২৯ মার্চ এবং ৯ এপ্রিলের টিকিট পাওয়া যাবে ৩০ মার্চ।

এবারও শতভাগ টিকিট অনলাইনে পাওয়া যাবে। টিকিট যার, ভ্রমণ তার এই নীতি মেনেই ট্রেনে ভ্রমণ করতে হবে।