জার্মানির আত্মঘাতী গোলে ফ্রান্সের জয়ের হাসি

0
34

জার্মানির  আত্মঘাতী গোলে  ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ২০২০-এর প্রথম ম্যাচেই জয় তুলে নিল বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। জমজমাট লড়াইয়ের প্রত্যাশাই ছিল দুই দল। কিন্তু ২০ মিনিটে যে আত্মঘাতী গোলটি খেয়ে বসেছিল, সেই গোলেই  হেরে টুর্নামেন্ট শুরু করতে হলো জার্মানিকে।

প্রথমার্ধে দুই দলই বল দখলে রাখার চেষ্টা করে আক্রমণ সাজাতে থাকে। তবে দুই দলই রক্ষণকে দৃঢ় রাখে। পিছিয়ে পড়ে জার্মানি আক্রমণের ধার বাড়ায় ফ্রান্সের ডি-বক্সের সামনে বল নিয়ে গেলেও রাফায়েল ভারান-কিম্পেম্বেদের নিয়ে গড়া রক্ষণে ফাটল ধরাতে পারছিল না। ডি-বক্সের সামনে থেকে ছয় গজের ভেতরেই বল নিয়ে ঢুকতে পারছিল না সার্জ গ্ন্যাব্রি-লেরয় সানে আর থমাস মুলাররা।

৮৫ মিনিটে দারুণ কাউন্টার অ্যাটাকে যায় ফ্রান্স। পগবার থ্রু বলে এমবাপ্পে ফাঁকা পোস্টে বেনজেমাকে গোল বানিয়ে দেন। কিন্তু সংশয় থাকায় রেফারি ভিএআর চেক করে অফসাইড দেন।

শেষ পর্যন্ত ঘরের মাঠ মিউনিখে নিজেদের দর্শকদের সামনে ১-০ গোলের হারই হয়েছে তাদের সঙ্গী।