করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে এবার শুধু সৌদি নাগরিক ও সৌদিতে থাকা মোট ৬০ হাজার ধর্মপ্রাণ মুসলমানকে নিয়ে হজ অনুষ্ঠিত হবে। তবে হজে অংশগ্রহণকারীদের এক বা দুই ডোজ টিকা নেওয়া থাকতে হবে।
শনিবার সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয় এই ঘোষণা দিয়েছে। এই ঘোষণার ফলে এ বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে হজে অংশ নিতে না পারার বিষয়টি নিশ্চিত হলো।