ডেঙ্গু আক্রান্তের ঘটনা ৭৭ শতাংশ কমিয়ে আনা যাবে

0
30

ডেঙ্গু আক্রান্তের ঘটনা ৭৭ শতাংশ কমিয়ে আনার পদ্ধতি আবিষ্কার করেন বিজ্ঞানীরা। ডেঙ্গুর জীবাণু বহন করা মশার ওপর গবেষণাটি চালিয়ে এই আশা জাগানিয়া ফলাফল পাওয়া যায়। 

বিবিসির কাছে থেকে পাওয়া এক খবরে জানা গেছে- “ইন্দোনেশিয়ার বিজ্ঞানীরা  এক ধরনের ব্যাকটেরিয়ায় আক্রান্ত মশা ব্যবহার করে এই সফলতার বিষয়ে নিশ্চিত হয়েছেন।”

ডেঙ্গু নিয়ে এই পরীক্ষাটি করেছে ইন্দোনেশিয়ার দি ওয়ার্ল্ড মসকিউটো প্রোগ্রাম টিম। তাদের দাবি, এই গবেষণা ডেঙ্গুর প্রকোপ থামাতে একটি উপায় বের করেছে। ৫০ বছর আগে ডেঙ্গুতে আক্রান্ত মানুষের সংখ্যা ছিল হাতেগোনা। কিন্তু পরে এটি ধীরগতিতে মহামারির আকার নিয়েছে।