২০২১-২২ সালের প্রস্তাবিত বাজেটে যেকোনো পরিমাণ বাড়ি ভাড়া ব্যাংকের পাশাপাশি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কালাম। বৃহস্পতিবার জাতীয় সংসদে উত্থাপিত দেশের ৫০তম বাজেটে তিনি এ প্রস্তাব করেন
অর্থমন্ত্রী বলেন, যেকোনো পরিমাণের বাড়ি ভাড়া, ১৫ হাজারের বেশি বেতন-ভাতা এবং অন্য যেকোনো ধরনের ব্যয়ের পরিমাণ ৫০ হাজারের বেশি হলে সে অর্থ ব্যাংক ট্রান্সফারের পাশাপাশি মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিস বা এমএফএসের মাধ্যমে পরিশোধের বাধ্যবাধকতা আরোপের প্রস্তাব করছি।
তিনি আরও বলেন, সরবরাহ ও ঠিকাদারির বিল ব্যাংকিং বা মোবাইল ফাইন্যানসিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে না নেওয়া হলে উৎসে করহারের অতিরিক্ত ৫০ শতাংশ কর্তনের প্রস্তাব করছি।